জাতীয় পার্টির সভাপতি, তার মেয়ের উপর হামলায় অবশেষে থানায় মামলা

40_image_url_Khulna-Map-খুলনা-ম্যাপ-খুলনার-মানচিত্র-Khulna-খুলনা-6.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…

দিঘলিয়া উপজেলা সদর নিবাসী দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাড. লুৎফর রহমান, তার ভাই মোজাফফর ও কন্যা লতার উপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় অবশেষে দিঘলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আল আমীনসহ অজ্ঞাত আরো ৪/৫ জন উল্লেখ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার মামলার কথা নিশ্চিত করেছেন। মামলা নং ১০, তাং ২৫/০২/২০২৩ ইং। উল্লেখ্য খুলনার দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড.লুৎফর রহমান (৫৫) ও তাঁর মেয়ে লতা (২০) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার সকালে দিঘলিয়া উপজেলা মোড়ের নিজ বাড়িতে সীমানা পিলার পোতাকে কেন্দ্র করে এ্যাড. লুৎফর রহমানের কন্যা লতার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় স্থানীয় আল-আমীন ও টিপু শেখ নামের প্রতিবেশী যুবক। বাকবিতন্ডার একপর্যায়ে তারা লতার উপর এলোপাথারী ধাক্কা, কিল-ঘুষি মারতে থাকে। মেয়ের আত্ম চিৎকার শুনতে পেয়ে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ছুটে এগিয়ে আসলে আল-আমীন সীমানা পিলার পোতার কাজে ব্যাবহৃত লোহার শাবল দিয়ে কুপিয়ে ও আঘাত করে মারাত্মক জখম করে। স্থানীয় এলাকাবাসী নাম না প্রকাশ করার শর্তে এই প্রতিনিধিকে বলেন হামলাকারী আল-আমীন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় থেকে এই অপরাধ সংঘটিত করেছে। ঘটনার পরপরই দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাতীয় পার্টি নেতা এ্যাড. লুৎফর রহমানের ছোটভাই মোজাফফর খান ও হামলাকারী আল-আমীন কে আটক করে থানায় নিয়ে যায় এবং হামলায় আহতদের চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরবর্তীতে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়। ঘটনার বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার সাংবাদিকদের বলেন দুই পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইপক্ষের দুইজনকে থানায় এনে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো এই বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হামলায় আহত জাতীয় পার্টির নেতা এ্যাড. লুৎফর রহমান আক্ষেপ করে বলেন আমাকে, আমার ছোট ভাই ও আমার কন্যাকে মেরে আহত করে আমার নিজের ভাইকে পুলিশ আটক করে। থানা পুলিশ এখানে পক্ষ-পাতিত্বের পরিচয় দিয়েছে। শনিবার দিঘলিয়া থানায় একজনের নামসহ অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা দায়ের করেছেন এ্যাড. লুৎফর রহমান। এ্যাড. লুৎফর রহমান এ প্রতিবেদককে জানান, এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ও পৃষ্ঠপোষকতায় আল আমিন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। এলাকার মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুৎফর রহমান, তার ছোট ভাই মোজাফফর ও কন্যা লতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে, হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, পার্টির কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবুল কাশেম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, আলহাজ¦ ইসমাইল খান, শফিকুল ইসলাম, আবদুল ওয়াদুদ মোড়ল প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top