সাঈদীর চিকিৎসায় আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করা হয়েছে: বিএসএমএমইউ

1692198944.222.jpg

স্টাফ করেসপন্ডেন্ট ……
মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর সব চিকিৎসা বিধিসম্মতভাবে আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত রোববার (১৩ আগস্ট) রাত ১০ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ইমারজেন্সি বিভাগে কাশিমপুর কারা কর্তৃপক্ষের আনিত রোগী দেলাওয়ার হোসাইন সাঈদী (বয়স ৮৪ বছর) সাহেবের ভর্তি শুরু থেকে পরবর্তী সব চিকিৎসা বিধি সম্মতভাবে আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসায় হাসপাতালের চিকিৎসাদানকারী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ অধ্যাপকরা সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। পরদিন সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে তার সাডেন কার্ডিয়াক এরেস্ট হয়। তার এডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এ রোগের গতিপ্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিণতি সম্পর্কে তার সন্তান মাসুদ সাঈদী সম্যকভাবে জ্ঞাত আছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top