খুবি সাংবাদিক সমিতির সভাপতি রেজওয়ান, সম্পাদক যায়েদ

1674455656.webp

সিনিয়র করেসপন্ডেন্ট ……
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ।

সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. যায়েদ বিন ছিদ্দিক।
রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে খুবিসাসের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ।

এসময় নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন ও ফারজানা তাসনিম উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীম (ঢাকা টাইমস), যুগ্ম সম্পাদক তানজীম তালহা (বিডি সমাচার), সাংগঠনিক সম্পাদক একরামুল হক (নয়া শতাব্দী), অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ (চ্যানেল ২৪ অনলাইন), দপ্তর সম্পাদক প্রাণ প্রতিম কুণ্ডু (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার (ট্রিবিউন নিউজ বিডি.কম), কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান (আমার সংবাদ), মো. নাঈমুর রহমান (কিংস নিউজ ২৪.কম) ও তানভীর হাসান তন্ময় (পল্লী নিউজ) নির্বাচিত হয়েছেন।

নতুন এ কমিটি খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top