চাঁদপুর প্রতিনিধি…….
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার শিক্ষার্থীরা যে বইগুলো পেয়েছেন তার কাগজের মান খুবই ভালো। শুধু ব্রাইটনেস কম। তাছাড়া ব্রাইটনেস বেশি হলে সেগুলো শিক্ষার্থীদের চোখেও সমস্যা করে।’
বুধবার (৪ জানুয়ারি) সকালে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের জেলেদের মধ্যে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘করোনাসহ নানা কারণে বিদেশ থেকে কাগজ আনার সুযোগ না থাকায় আমাদের যেই দ্বিতীয় পাল্প (কাঠ, বাঁশ, খড় ও আখের ছোবড়া প্রভৃতিকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করলে যে সেলুলোজ ফাইবার পাওয়া যায়) ছিলো সেগুলো দিয়েই এবার কাগজ তৈরি করে বই করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু একটা বই এক বছরই পড়া হয় তাই এই বই পড়তে গিয়ে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার সুযোগ নেই। আমরা ১ তারিখে বই বিতরণকে গুরুত্ব দিয়েছি। যারা কিছু বই পায়নি তারা আগামী ২ সপ্তাহের মধ্যেই সব বই হাতে পেয়ে যাবেন।’
ঢাকায় মেট্রোরেলের ভাড়া কম হওয়ায় শিক্ষার্থীদের থেকে এখনি ভাড়া কম নেওয়ার পরিকল্পনা হয়নি বলেও মন্ত্রী জানিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলার ইউএনও সানজিদা শাহনাজ, উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান প্রমুখ।