বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন মুম্বাইয়ের বাসিন্দারা। মধ্যরাতে বিলাসবহুল বহুতল ভবনে ঢুকে পড়েছিলেন এক দুষ্কৃতকারী। বাধা দিতে গেলে সাইফকে ছুরিকাঘাতে রক্তাক্ত করেছিলেন তিনি। ১২ বছর আগে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল সোহা আলি খানের বাড়িতেও। সেই পুরোনো ঘটনা অতীত খুঁড়ে বার করলেন সাইফের ভগ্নিপতি কুণাল খেমু।
তিনি বলেন, এসব ঘটনা ঘটতেই থাকবে। তাই নিজেদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। কুণাল বলেন, আমাদেরই সাবধানে থাকতে হবে। আমরা বলে দিতে পারি না, আমাদের শহর খুব নিরাপদ, সোনার গহনা পরে রাস্তায় শুয়ে থাকলেও কিছু হবে না! তাই সব রকমভাবে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।
তিনি বলেন, তার মানে কি এই যে আমি বলব— এই শহরে আমি নিরাপদে নেই, সেটিও আমি বলছি না। আমি এখনো মনে করি, বাস করার জন্য মুম্বাই শহরই অন্যতম সেরা। এই ধরনের ঘটনা সর্বত্র ঘটে।
উল্লেখ্য, ঘটনা ২০১১ সালের। তখন সম্পর্কে ছিলেন সোহা ও কুণাল। মুম্বাইয়ের খার এলাকায় সোহার ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছিল। ভোরের দিকে হঠাৎই এক অচেনা কণ্ঠ শুনতে পান যুগল। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে কুণাল দেখেন, এক দুষ্কৃত বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। কুণালকে দেখতে পেয়ে সেই দুষ্কৃত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়েন কুণাল। ধরে ফেলেন সেই দুষ্কৃতকারীকে। তাকে থানায় নিয়ে যান।