সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

Kareena-67ac705babde1.jpg

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান আগের তুলনায় বেশ ভালো আছেন। সদ্য লীলাবতী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছেন তিনি। সম্প্রতি নিজের ওপর হামলা নিয়ে কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই নিজের সিনেমার প্রচারও সেরে ফেলেছেন সাইফ আলি খান।

ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাবপত্নী ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়ান। পতৌদি নবাব পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাদের। এরপর মেকআপ ভ্যানে উঠে চলে যান। এদিনও কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, ১৫ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের কথা অনুযায়ী— অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ কারিনার চিৎকার শুনতে পাননি। পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ। তিনি কারিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা কর না, আমি ঠিক আছি, আমি মরব না।

Share this post

scroll to top