নতুন রেকর্ড গড়ল কল্কি

image-827586-1720856763.jpg

বিনোদন ডেস্ক :গত ২৭ জুন মুক্তি পেয়েছে কল্কি। এরপর বক্স অফিসে দাপট দেখাচ্ছে নাগ আশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি ‘কল্কি ২৮৯৮ এডি।‘কল্কি’ছবিটি তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। এ ছবিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে দীপিকাকে সুমতি নামের একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে।

কল্কি মুক্তির ১৫তম দিনেই ছবিটি নতুন মাইলফলক ছুঁয়েছে। এই ছবি মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

কল্কি ২৮৯৮ এডির টিম ছবিটির বৈশ্বিক বক্স অফিসে এক হাজার কোটি টাকা ব্যবসার কথা নিশ্চিত করেছে। এক্সে এ খবর নিশ্চিত করেছেন বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও।

প্রভাস-দীপিকা ছাড়াও এ ছবিতে আছেন অশ্বত্থামার চরিত্রে অমিতাভ ও সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে কমল হাসান। আরও আছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এ ছাড়া ম্রুণাল ঠাকুর, দুলকার সালমানসহ অনেক তারকাই এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

Share this post

scroll to top