ক্রীড়া ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন শিভম দুবে, এমন ইতিহাস ক্রিকেট বিশ্ব দেখেনি আর কখনও। যদিও ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন অভিষেক শর্মা, যিনি মাত্র ৫৪ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে বিশাল স্কোরের দিকে নিয়ে যান। তবে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দুবে বল হাতেও দলের জয়ে বড় অবদান রাখেন। ভারত ম্যাচটা জিতলে বিরল কীর্তিটা গড়া হয়েই যায় তার।
২০ ওভারে ২৪৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ভারত, যেখানে দুবেও কার্যকর ইনিংস খেলেন। পরে বোলিংয়ে ফিল সল্ট ও জ্যাকব বেথেলের উইকেট তুলে নেন, যা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ভারত জয় পায় ১৫০ রানের বিশাল ব্যবধানে।
প্রাথমিকভাবে ভারতীয় স্কোয়াডে ছিলেন না দুবে। দলে জায়গা পান রিঙ্কু সিং ও নিতীশ রেড্ডির ইনজুরির কারণে। নিতীশ রেড্ডি পুরো সিরিজ থেকেই ছিটকে যান, আর রিঙ্কু সিং দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। তাদের বদলি হিসেবে দলে জায়গা পান দুবে ও রামানদীপ সিং, আর সুযোগ পেয়েই তা কাজে লাগান দুবে।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পুনেতে ভারতের হয়ে প্রথমবার নামেন দুবে, যেখানে ভারত ১৫ রানে জয় পায়। এই জয় তার জন্য একটি বিশেষ অর্জন নিয়ে আসে, কারণ এটি তার টানা ৩০তম টি-টোয়েন্টি জয়। এতটি টানা টি-টোয়েন্টি জয়ের কীর্তি বিশ্ব ক্রিকেটে আর কোনো খেলোয়াড়ের নেই। এই অনন্য রেকর্ড গড়ে শিভম দুবে নিজের নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়েছেন।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালের ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় তার, যেখানে ভারত ৭ উইকেটে হেরে যায়। এরপর তার পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে জয় পায় ৮ উইকেটে। তবে সেটাই ছিল দুবেকে নিয়ে ভারতের শেষ পরাজয়। এরপর থেকে যতবারই ভারতীয় একাদশে ছিলেন দুবে, দল পেয়েছে জয়। তাতেই এবার তিনি রেকর্ডটা গড়ে ফেলেছেন তিনি।