ডেস্ক রিপোর্ট: মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
সরেজমিন দেখা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের ওপর শুয়ে পড়েছে। এর ফলে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।
এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহণের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করবেন বলে গতকাল রাতে ঘোষণা দিয়েছিলেন। মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে বলে তারা জানান।