ভারতে মহানবিকে (সা.) কটূক্তির প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ

Untitled-1-66f4aa1367cc1.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতে মহানবিকে (সা.) কটূক্তির প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বিকালে বৃষ্টি উপেক্ষা তারা এ কর্মসূচি পালন করেন।

ভারতে বিজেপি সরকারের অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করেন। বিকাল ৫টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় তারা ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার নবি তোমার নবি, বিশ্ব নবি বিশ্ব নবি,’ ইত্যাদি স্লোগন দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেন্দ্রীয় মসজিদের খতিব বক্তব্যে বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদকে (স.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

Share this post

scroll to top