খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি ড. মো, আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম

Screenshot_20240318_190403_Samsung-Notes2.jpg

দর্পণ রিপোর্ট :

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে। ২০ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে প্রধান নির্বাচন কমিশনার কিশোর কুমার টিকাদার সোমবার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি বিদ্যুৎ মাতুকার, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পন্ডিত ও রাকিবুল হাসান মো. রাক্তি, কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী, গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা, মহিলা বিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উধা, সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আভার, সদস্য আফলানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পুজা রায়: সদস্য, মোছাঃ সাবিনা আলিমঃ।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ। নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভূষ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেও বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top