অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

west-bank-679afa1e6ccf4.jpg

ডেস্ক রিপোর্ট: গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর বুধবারের (২৯ জানুয়ারি) বিমান হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে, গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে।

Share this post

scroll to top