ইসরাইলের হামলায় পরিবারের ৯ সদস্যসহ ফিলিস্তিনি ফুটবলার নিহত

Abu-Tamim-6710eb6fe3a8d.jpg

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার ইমাদ আবু তিমা (২১) ও তার পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। খবর মিডল ইস্ট আই

আবু তিমা ইত্তিহাদ খান ইউনিস ক্লাবের হয়ে খেলেছেন এবং ২০২১ সালে ফিলিস্তিন অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন।

ফিলিস্তিনের জাতীয় অলিম্পিক কমিটির তথ্য বলছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত চার শতাধিক ফিলিস্তিনি অ্যাথলেটের একজন তিনি।

গত জুলাইয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, গাজায় অন্তত ২৪৫ জন ফুটবলারকে হত্যা করেছে ইসরাইল, যাদের মধ্যে ৬৯ শিশু ও ১৭৬ জন তরুণ।

ইতোমধ্যে গাজায় হামলায় অনেকগুলো ক্রীড়া স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক ফুটবলে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে নানা মহল থেকে। তবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ ইসরাইলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার বিষয়টি বারবার বিলম্বিত করছে। গত ৩ অক্টোবর সংস্থাটি জানায়, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উত্থাপিত বৈষম্যমূলক অপরাধের বিষয়ে দ্রুত তদন্ত শুরু হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪২ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯৯ হাজার ১৩ জন আহত হয়েছেন।

Share this post

scroll to top