যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ট্রাম্পেরর

trump-678f38a8edeeb.jpg

ডেস্ক রিপোর্ট: ক্ষমতা গ্রহণ করেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।  এছাড়া যেসব অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তাদের নিজ নিজ দেশে পাঠানোরও হুমকি দেন তিনি।

 স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে শপথ নেয়ার পর ওভাল অফিসে ফিরে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।  এসব আদেশের মাঝে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা ।

 আরেকটি আদেশ জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত। নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত’।

 এছাড়াও ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

 এর আগে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।

Share this post

scroll to top