আরও একবার কপাল পুড়ল নর্কিয়ার

1-6788804d37fec.jpg

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নর্কিয়া। স্বপ্ন দেখছিলেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। সেই স্বপ্নের প্রাথমিক পর্বটাও সেরে ফেলেছিলেন। ছিলেন প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে। তবে শেষ পর্যন্ত আরও একবার কপাল পুড়েছে তার। খেলা হচ্ছে না স্বপ্নের আইসিসি ইভেন্টে।

নর্কিয়াকে নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ৩১ বছর বয়সী এই পেসার পিঠের চোটে ভুগছেন। যেই চোট সারিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আর মাঠে নামা হয়ে উঠবে না তার।

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চোট হানা দিচ্ছে নর্কিয়াকে। ২০১৯ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলতে পেরেছেন মোটে ২২ ওয়ানডে। ২০১৯ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে পেয়েছিলেন আঙুলে চোট আর ২০২৩ বিশ্বকাপে ভুগিয়েছিল পিঠের চোট। এ দফা আরও একবার পিঠের চোটে পড়তে হল তাকে।

নর্কিয়া অবশ্য সবশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকেই মাঠের বাইরে। তবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফেরার কথা ছিল তার। সেই জন্য দলেও রাখা হয়েছিল এই পেসারকে। তবে পরে নতুন করে স্ক্যান করিয়ে জানা গেছে, চোট সারিয়ে মাঠে নামা সম্ভব হবে না তার। যে কারণে দল ঘোষণার পর নর্কিয়াকে বাদ দিতে হচ্ছে তাদের।

নর্কিয়ার বদলি হিসেবে কে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে ঢুকবেন, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। তবে কোয়েৎজিই হওয়ার সম্ভাবনা বেশি।

Share this post

scroll to top