ক্রীড়া ডেস্ক : আইপিএলে গতির ঝড় তুলে বাংলাদেশ সিরিজে অভিষেক হয়েছে তরুণ পেসার মায়াঙ্ক যাদবের। সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচেই নাম লিখিয়ে ফেলেছেন এলিট বোলারদের কাতারে।
ভারতের হয়ে প্রথম বলেই উইকেট পাওয়া চতুর্থ বোলার এখন মায়াঙ্ক। এর আগে হার্দিক পান্ডিয়া, আরশদীপ সিং ও বুভেনেশ্বর কুমারের এই কীর্তি ছিল। এদিন রেকর্ডে নাম লিখেছেন সাঞ্জু স্যামসনও। ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার।
এমন রেকর্ড বন্যার ম্যাচে দলীয় সর্বোচ্চ ২৯৭ রানের রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশ হেরেছে রেকর্ড ১৩৩ রানে। সব মিলিয়ে রেকর্ডের ছড়াছড়ি দেখা গেছে বাংলাদেশ-ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচে।