বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার আদরের একমাত্র সন্তান আরহানের গতকাল শনিবার ছিল জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। তিনি লিখেছেন—শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে…।
অনেকেই বলেন—সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা পার হয়ে যায়, বলা মুশকিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পার বয়ে যায় সময়। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, তা বুঝতেই পারেননি মা মালাইকা অরোরা।
যদিও মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়। বর্তমানে আরহান বিদেশে পড়াশোনা করছেন। জানা যাচ্ছে, তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। এদিকে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খান।
অন্যদিকে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকাপুত্রকে।
মালাইকা ছবির ক্যাপশনে লিখেছেন— শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে (লাল হৃদয় ইমোজি)।
ছেলের জন্মদিনে অভিনেত্রীর এই পোস্টে অভিনেতা সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পান্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু তারকা আরহানকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কেল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ভক্ত-অনুরাগী লিখেছেন—লোকে যাই বলুক না কেন, মাল্লা একজন ভালো মা।’ আরেকজন লিখেছেন— এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।