আবার মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

7-6799fc39bf4c0.jpg

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী ও লাক্স সুপারস্টার প্রসূন আজাদ আবারও মা হয়েছেন। গত সোমবার (২৭ জানুয়ারি) ছেলেসন্তানের মা হন তিনি। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। প্রসূন আজাদ জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা।

এর আগে ২০২২ সালে প্রথমবার ছেলেসন্তানের মা হন অভিনেত্রী। দ্বিতীয়বারও ছেলেসন্তানের মা হলেন তিনি। এ অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম।

অভিনেত্রী বলেন, এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।

এর আগে ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। এরপর বিনোদন জগতে পা দেন অভিনেত্রী। পরে একাধিক নাটক ও কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে হঠাৎ করেই বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেন প্রসূন আজাদ। সবশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হন অভিনেত্রী।

Share this post

scroll to top