বিনোদন ডেস্ক : ১৭ বছরের ক্যারিয়ার। খুব বেশি সাফল্য না পেলেও নিয়মিতই নাটক-সিনেমাতে কাজ করে যাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা জামান। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন নিয়মিত মডেলিং, নাটকসহ সিনেমার পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এ মুহূর্তে বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত আছেন প্রিয়াংকা জামান। ফলে শুটিং নিয়ে তার কমবেশি ব্যস্ততা থাকে বছরজুড়েই।
প্রিয়াংকা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব— নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’
রমজানে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি, এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই, আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’