ডেস্ক রিপোর্ট: মার্কিনিরা আগামী চার বছরের জন্য নতুন নেতা পেয়ে গেছেন। বর্ষীয়ান ডোনাল্ড ট্রাম্পেই আস্থা রাখল যুক্তরাষ্ট্রের নাগরিকরা।
অংকের হিসাবে ম্যাজিক ফিগার ছুঁতে আরও তিনটি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে রিপাবলিকান ট্রাম্পকে, কিন্তু বাস্তবিক অর্থে, নির্বাচনি খেল খতম (গেইম ইজ ওভার) হয়ে গেছে।
ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, এটি এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দ্বিতীয় রাজনীতিবিদ, যিনি এক মেয়াদে দায়িত্ব পালনের পর দ্বিতীয় চেষ্টায় হেরে গিয়েও তৃতীয় চেষ্টায় ফের হোয়াইট হাউজে যাওয়ার চাবি হস্তগত করতে পেরেছেন। ১৩২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন আলোচিত-সমালোচিত এই রাষ্ট্রনায়ক।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি এমমাত্র ব্যক্তি যিনি ফৌজদারী অপরাধী হয়েও হোয়াইট হাউসের বাসিন্দা হলেন।
৭৮ বছর বয়সি এ রিপাবলিকান নেতার ক্যারিয়ারজুড়ে কেলেঙ্কারির শেষ নেই। আদালতে তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলছে। একটি মামলায় তিনি দোষী সাব্যস্তও হয়েছেন। ভোটের প্রচারে নেমে আততায়ীর বুলেট এড়িয়ে দুই দফা তিনি প্রাণে বেঁচে গেছেন। সেটিকে ঈশ্বরের আশির্বাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, মার্কিনিদের ভাগ্য বিনির্মাণের জন্য ইশ্বর তাকে বুলেট থেকে বাঁচিয়ে রেখেছেন।
অধিকাংশ আমেরিকানের সমর্থন নিয়ে দ্বিতীয় বারের মত তিনি হোয়াইট হাউজে যাচ্ছেন। এবার শুধু ইলেকটোরাল করেজ ভোট নয়, পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।