কুম্ভমেলা থেকে কত আয় করবে ভারত সরকার?

kumhomela-6786172624fc0.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতে উত্তরপ্রদেশে শুরু হয়েছে ৪৪ দিনব্যাপী কুম্ভমেলা। প্রথম দিনেই মেলায় ৫০ লাখের বেশি মানুষ এসেছে বলে জানিয়েছে প্রশাসন সূত্র।

৪৪ দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের ভাণ্ডারে কোটি কোটি টাকা ঢুকবে বলে ধারণা অনেকের।

সংশ্লিষ্টরা বলছেন, কুম্ভমেলা উপলক্ষ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী— তিন নদীর সংযোগস্থলে ডুব দিতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসছেন প্রয়াগরাজে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করতে ব্যাপক ভিড় সেখানে।

জানা গেছে, সোমবার শুরু হওয়া এ মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিনে। অনেকের মতে, ৪৪ দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের ভাণ্ডারে কোটি কোটি টাকা ঢুকবে। এ মেলা থেকেই যোগী আদিত্যনাথের সরকার আয় করতে পারে দুই লাখ কোটি টাকা।

প্রশাসনের একটা বড় অংশের ধারণা, এবারের মহাকুম্ভে ৪০ কোটি পুণ্যার্থীর ভিড় হবে। প্রত্যেকে যদি পাঁচ হাজার টাকা করেও খরচ করেন, তবে দুই লাখ কোটি টাকার হিসাবে পৌঁছনো যাবে।

সূত্রের খবর, পুণ্যার্থী পিছু ১০ হাজার টাকা করে আয় হতে পারে উত্তরপ্রদেশ সরকারের। সেক্ষেত্রে মোট আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী অনেকে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, ২০১৯ সালে অর্ধকুম্ভ রাজ্যের অর্থনীতিতে বড় ছাপ রেখেছিল। সেসময় সরকার আয় করেছিল এক লাখ কোটি টাকার বেশি। সেবার প্রায় ২৪ কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে।

তিনি জানান, এবারের মেলায় আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।

Share this post

scroll to top