হঠাৎ শাহরুখ রূপে রোহিত, পান্ত-গিলকে দিলেন ৬০ মিনিটের চ্যালেঞ্জ

rohit-shahrukh-66f141c3f03fe.jpg

ক্রীড়া ডেস্ক : বলিউড সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’য় কোচের ভূমিকায় থাকা শাহরুখ খান তার খেলোয়াড়দের বলেছিলেন ‘৭০ মিনিট হ্যাঁয় তুমহারে পাস’ (তোমাদের হাতে ৭০ মিনিট আছে)। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট চলাকালে যেন সেই চাক দে ইন্ডিয়ার শাহরুখ বনে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

কীভাবে? ম্যাচ শেষে সে গোমর ফাঁস করেছেন রিশাভ পান্ত। তিনি বলেন, ‘আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন সাজঘরে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল, এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো। তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। সেটা হয়নি।’

তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর এক ঘণ্টা সময়ের মধ্যেই সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত ও শুভমান গিল। যথারীতি ঘণ্টাখানেক পর ৫১৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত।

প্রসঙ্গত, চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। লেজের সারিতে খেলতে নেমে ১১৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৫ উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যশপ্রীত বুমরাহ নেন ৪টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। পান্ত ১০৯ ও শুভমান ১১৯ রান করেন। ৫১৫ রান তাড়া করতে নেমে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮২ রান। অশ্বিন ৬ উইকেট নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৮০ রানে টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

Share this post

scroll to top