পাঠ্যবইয়ে নাম দেখে গর্বিত নিগার

Nigar-Sultana-Jyoti-67831c1d8680c.jpg

ক্রীড়া ডেস্ক : দল আছে ওয়েস্ট ইন্ডিজ সফরের অপেক্ষায়। ঠিক এই সময় খবরটা পান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে তার নাম। গতকাল সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানালেন তিনি।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলন ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের। সেখানে উঠে এলো পাঠ্যবইয়ে সাকিব আল হাসানের জায়গায় তার নাম ঢুকে যাওয়ার বিষয়টাও।

নিগার জানালেন, পাঠ্যবইয়ে তার নাম দেখে পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত বেশি। তিনি বলেন, ‘হয়তো মা কোথাও থেকে শুনেছে। ভালো লাগার বিষয়। আমার থেকে আমার পরিবার বেশি খুশি।’

পাঠ্যবইয়ে তিনি স্থান পেয়েছেন সাকিবের বদলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডারকে সরিয়ে নিগারকে স্থান দেওয়া হয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পথ দেখিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদরা। তাদের না রেখে নিগারকে রাখায় সমালোচনাও হয়েছে বেশ।

২০১৩ সালে সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের ‘গেমস অ্যান্ড স্পোর্টস’ ক্যাটাগরিতে বিশ্ব বিখ্যাত আট ক্রীড়াব্যক্তির ছবি যুক্ত করা হয়েছিল। যেখানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার মহানায়ক দিয়েগো ম্যারাডোনা, ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটার ব্রায়ান লারা, ভারতের শচীন টেন্ডুলকার, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ছবি ব্যবহার করা হয়েছিল। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ছিলেন সাকিব, কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও পর্বতারোহী নিশাত মজুমদার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাকিব ও সালাউদ্দিনকে। এমনকি শচীনের নামও রাখা হয়নি নতুন পাঠব্যইয়ে!

Share this post

scroll to top