নাটকীয় হারে কান্নায় ভেঙে পড়ল পাকিস্তান

image-830834-1722060737.jpg

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপের ফাইনালের টিকিট পেতে স্বাগতিক শ্রীলংকাকে হারাতে হতো পাকিস্তানকে। সেই পথেও ছিল দলটি। শেষ ওভারে ম্যাচ জিততে ৩ রান প্রয়োজন হলেও শ্রীলংকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল পাকিস্তান।

২০তম ওভারের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে সুগানদিকা কুমারীকে ফিরিয়ে দলকে জয়ের পথ দেখান নিদা দার। যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ১ বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় শ্রীলংকা। আর তাতে শেষ হয় পাকিস্তানের এশিয়া কাপ মিশন। এমন হারে ম্যাচশেষে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে সিদরা আমিন ও নাশরা সান্ধুকে।

ফাইনালে ওঠার ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪০ রান জমা করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মুনেবা আলি। অধিনায়ক নিদার ব্যাট থেকে আসে ২৩ রান।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শ্রীলংকা। যদিও দলকে বিপদে পড়তে দেননি লংকান অধিনায়ক চামারি আথাপাথাতু। ৪৮ বলে ৬৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন তিনি। তবে মাঝে দ্রুত উইকেট হারালে খানিকটা চাপে পড়ে যায় শ্রীলংকা। তবে শেষ পর্যন্ত আনুষ্কা সানজেয়ানি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ২২ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে ঠিকই শেষ ওভারে ম্যাচ জমিয়ে ফেলেছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে হারতে হয়েছে তাদের, যা ম্যাচশেষে দলের ক্রিকেটারদের আক্ষেপে পুড়িয়েছে।

এদিকে অপর সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে ফাইনালে পা রাখে ভারত। যাদের বিপক্ষেই আগামীকাল বিকাল সাড়ে ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা।

Share this post

scroll to top