জাকেরের অভিষেক টেস্টে যে একাদশ সাজিয়েছে বাংলাদেশ

3-2-6715d04c32210.jpg

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

বাংলাদেশের বোলিং আক্রমণ সাজানো হয়েছে স্পিনারদের দিয়ে। একাদশে মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ তাইজুল ইসলাম ছাড়াও জায়গা পেয়েছেন নাঈম হাসান। এছাড়াও হাত ঘুরাতে পারেন জয়, অধিনায়ক শান্ত ও মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

Share this post

scroll to top