পান্তকে সেঞ্চুরির সুযোগ করে দিলেন শান্ত, ৪০০ ছাড়িয়ে লাঞ্চে ভারত

3-1-66ee413150850-2.jpg

ক্রীড়া ডেস্ক : ৩০৮ রানের শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৪০০ রানের ঘর। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে রয়েছেন শুভমান গিল ও রিশভ পান্ত।

পান্তকে সেঞ্চুরি করার সুযোগ করে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭২ রানে থাকা পান্তের সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। তাতে সেঞ্চুরির ঘ্রাণ নিয়ে লাঞ্চে গেছে ভারতের দুই ব্যাটার। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৪৩২ রানের লিড পেয়েছে ভারত।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২০৫ রান জমা করেছে ভারত। কোনো উইকেট আদায় করে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। ৭২ রানে জীবন পান পান্ত। সাকিবের বল উড়িয়ে মারতে গেলে তা সহজ ক্যাচ হয় শান্তর সামনে। তবে শান্ত সেটি তালুবন্দি করতে পারেননি। জীবন পাওয়া পান্ত ৮২ রানে ব্যাট করতে নামবেন। অন্যদিকে ৮৬ রানে ব্যাট করতে নামবেন গিল।

এর আগে, দ্বিতীয় দিনে ভারতকে ৩৭৬ রানে থামিয়ে ব্যাট করতে নেমে বাকি দিনটা পার করতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায়। পড়ে ফলোঅনে। পরে বাংলাদেশকে পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৮১ রান জমা করে দিন শেষ করে স্বাগতিকরা।

Share this post

scroll to top