কানাডায় বিবর্ণ সাকিব, হারল দল

image-833996-1722746564.jpg

ক্রীড়া ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দুঃসময় চলছেই। ব্যাট হাতে রানের দেখা পাননি নিজের খেলা সবশেষ ম্যাচেও। এমন দিনে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ব্যর্থ হয়েছেন তার দল বাংলা টাইগার্স মিসিসাগার বাকি ব্যাটাররাও। মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় দলটি, যা ৫২ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ব্রম্পটন।

জবাব দিতে নেমে ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। শরিফুল ইসলাম বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। অন্যদিকে বোলিংয়েই আসেননি সাকিব।

এ হারে ৬ দলের টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অবস্থান ৪ নম্বরে। ৫ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মন্ট্রিয়েল টাইগার্স।

Share this post

scroll to top