নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়ার রঘুনাথপুরে বার বার সালিশের সিদ্ধান্ত মেনে নেওয়ার পর ও তালা ভেঙে দোকান দখল করলো স্বপন হালদার। ২০১৪ সাল থেকে কয়েকবার তার আপন ভাই কমল ও উত্তম হালদারের সাথে বাজারের দোকানঘর নিয়ে বিরোধ চলে আসছে। সব শেষ শালিসে স্বপন হালদারকে নতুন ঘর তৈরী করে দেওয়ার কথা কমল ও উত্তম হালদারের। তারা শালিশ মেনে নতুন ঘর করে দিলেও, সেই শালিসের সিদ্ধান্ত না মেনে গত সোমবার বিকেলে বহিরাগত লোকজন নিয়ে আরেগ দোকান জবরদখল করে নিয়েছে স্বপন হালদার। উত্তম হালদার অভিযোগ করে বলেন, এই দোকান ঘর তার তিলে তিলে গড়ে তোলা সম্পদ, তিনি ঝগড়া নয়, শান্তিতে তার ঘর ফেরত চায়। তবে অভিযুক্ত স্বপন হালদার বলেন, তিন মাসের ভিতর আমার ঘর করে দেওয়ার কথা, ৪ মাস পরে কেনো নতুন দোকান নিবো? বার বার শালিসের রায় মেনে নেওয়ার পরও স্বপন হালদারের এমন কান্ডে বিব্রত রঘুনাথপুর বনিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম।
ডুমুরিয়ার রঘুনাথপুরে বার বার সালিশের সিদ্ধান্ত মেনে নেওয়ার পর ও তালা ভেঙে দোকান দখল স্বপন হালদারের
