সিনিয়র করেসপন্ডেন্ট…..
খুলনার খানজাহান আলী (রূপসা সেতুর) নিচে ট্রাক চাপায় সৈতুন বিবি (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাস্তা পার হওয়ায় একটি ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সৈতুন বিবির গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিপাড়া গ্রামে। তার স্বামীর নাম গণি শেখ। রূপসা সেতুর পাশে তিনি ভাড়া থাকতেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রূপসা সেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে, চালক পালিয়ে গেছেন।