খুলনায় সোনালী ব্যাংকের ব্যবসায়িক আলোচনা সভা

sonali-bank-20221015202303.webp

নিজস্ব প্রতিবেদক……

খুলনায় সোনালী ব্যাংকের ব্যবসায়িক আলোচনা সভায় অতিথিরা
খুলনায় সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্যাংকটির বিভাগীয় জেনারেল ম্যানেজারস অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। তিনি সোনালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি, অর্জন ও বর্ষ সমাপনীর অবশিষ্ট দিনগুলোতে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও দিক-নির্দেশনা দেন।

বিভাগীয় জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস।

জেনারেল ম্যানেজারস অফিস, খুলনার আওতাধীন তিনটি করপোরেট শাখা ও সাতটি প্রিন্সিপাল অফিসের প্রধান ও প্রিন্সিপাল অফিসগুলোর নিয়ন্ত্রণাধীন শাখাগুলোর ম্যানেজারও এ কর্মসূচিতে অংশ নেন।

ব্যবসায়িক আলোচনা ও মতবিনিময় সভার আগে যশোরের কেশবপুর ডিগ্রি কলেজ, খুলনার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ ও বাগেরহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজের সঙ্গে চুক্তি সই করে সোনালী ব্যাংক। অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কলেজের যাবতীয় ফি সংগ্রহের লক্ষ্যে পৃথক পৃথক এ চুক্তি সই হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top