বিজ্ঞপ্তি
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আনন্দঘন পরিবেশে বাংলা বর্ষবরণ-১৪৩২ এর অনুষ্ঠানমালা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর শেখ পাড়াস্থ একাডেমিক ভবন-২ চত্ত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সোনাডাঙ্গাস্থ প্রশাসনিক ভবন-১ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মিজানুর রহমান।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ট্রেজারার কানাই লাল সরকার, ডিরেক্টর লিয়াজো শেখ মাহরুফুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, সিনিয়র সহকারী রেজিস্ট্রার ড. শাহিদা খানম, সহকারী রেজিস্ট্রার ও সহকারী জনসংযোগ পরিচালক মিনা অছিকুর রহমান দোলন, সহকারী রেজিস্ট্রার শেখ মাকছেদুর রহমান, বিভিন্ন মহলের সূধীজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পান্তা ইলিশ খাওয়া, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাহারি রঙের ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শাফিকুল আলম মনা। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালীদের জন্য অতি গৌরবের দিন। নতুন প্রজন্ম কে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য ধারণ করতে হবে। সে লক্ষে বেশি বেশি বাংলা ভাষা চর্চা করতে হবে। তবেই বাঙালী হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে সকলের কন্ঠে বাংলা বর্ষ বরণের গান এসো হে বৈশাখ এসো এসো উচ্চারিত হয়।