সিনিয়র করেসপন্ডেন্ট……..
রেল স্টেশন ক্রস করছিল ট্রেন। এটা দেখেও রেললাইন ও রাস্তা পার হতে যাচ্ছিলেন যুবক।
ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু যুবকের।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা নগরীর দৌলতপুর স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটেছে। খুলনা অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন রুবেল মিয়া (২৫) নামের সেই যুবক।
নিহত যুবক নগরীর খালিশপুর হাউজিং স্টেট বাজার ৭ নং ক্যাম্প এলাকার আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী একটি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস করছিল। ট্রেন আসতে দেখেও রুবেল রাস্তা পার হতে যায়। এ সময়ে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের রুবেলের দ্বিখন্ডিত দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়েছে।
Very interesting points you have remarked, regards for posting.Blog range