পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মাসুদ গ্রেফতার

RAJBARI-67c28de5a5ffc.jpg

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দয়ালনগর গ্রামের নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাসুদ রানা দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে। পুলিশের দাবি, মাসুদ কুখ্যাত মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে নিজ বাড়ি থেকে কুখ্যাত মাদক কারবারি মাসুদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা মাসুদ। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১৩টি মামলা রয়েছে। তার স্ত্রীর নামেও ৫টি মামলা রয়েছে।’

এর আগে গত বুধবার সকাল ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা এলাকার মাদক কারবারি ফরিদ সেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। এতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হন।

Share this post

scroll to top