দর্পণ রিপোর্ট :
আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান, মোঃ আজিজুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। সময়ের সাথে সাথে পড়াশোনার আমুল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে হবে। শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা-গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে নাই। বিশ্বায়নের যুগে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বদা সচেষ্ট হতে হবে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে জীবন কে উপভোগ করতে হবে। নিজের কাজের প্রতি সন্তুুষ্টি থাকতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ডিরেক্টর লিয়াজো ও সহকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান, আইকিউএসি’র ডিরেক্টর মোঃ তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো: রেজাউল আলম, প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, সিনিয়র সহকারী রেজিস্ট্রার ড. শাহিদা খানম, সহকারী রেজিস্ট্রার ও সহকারী জনসংযোগ পরিচালক মিনা অছিকুর রহমান দোলন, শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।