ইবির বাস উল্টে ধান খেতে, আহত ১৫ শিক্ষার্থী

IU-67bd8abe3f1e2.jpg

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদর উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নিয়ে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল বাসটি। সকাল সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান খেতে গিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইবি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ইবির চিফ মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘একজনের আঘাত কিছুটা গুরুত্বর। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ’

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

Share this post

scroll to top