দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ তবিবার রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনিসুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান হাসিবুল হোসাইন সুমন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান, প্রক্টর মোঃ ইনজামাম-উল-হোসেন, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক শেখ মাহরুফুর রহমান, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কামরুন নাহার শিলা প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত বিভিন্ন বিভাগের অন্যান্য বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। উল্লেখ্য, ‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদ্যাপিত হচ্ছে।