ডেস্ক রিপোর্ট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বেরিয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার ক্যাম্পাসের ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রদলের গুন্ডামি, বন্ধ করো, বন্ধ করতে হবে’, ‘কুয়েটিয়ান ভয় নাই, জুলাই-আগস্ট ভুলি নাই’, ‘শিক্ষা ও দমন পীড়ন, একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘সরকার বলেছিল, ছাত্ররাজনীতি সংস্কার করবে। কিন্তু সেটি করা হয়নি। এরই ফলস্বরূপ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। যদি এ সন্ত্রাস বন্ধ না হয়, তাহলে ছাত্রলীগের অবস্থাও একই হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আধিপত্য গড়তে দেওয়া যাবে না।’
ইসলামী ছাত্র আন্দোলন জবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘বড় বড় রামদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালায়, তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো পার্থক্য নেই।’