হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ের আয়োজন

image-573840-1658096877.jpg

১৯ জুলাই কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। এ উপলক্ষ্যে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে- তারই নির্মিত তিনটি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি। ১৭ জুলাই ‘আমার আছে জল’, ১৮ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ এবং ১৯ জুলাই প্রচার হবে ‘ঘেটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্মের এর ছবিগুলো দেখানো হবে প্রতিদিন বিকাল ৩টা ০৫ মিনিটে।

১৯ জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা ও তৃষা। দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব।

এ ছাড়া অন্যান্য আরও বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে তিনটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। শহিদুল আলম সাচ্চুর প্রযোজনায় হুমায়ূননামা, আঁকা রেজা গালিবের প্রযোজনায় ও কারিগর এবং রবিন খানের প্রযোজনায় সিনেমার হুমায়ূন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top