ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সারমিন বলেছেন, শহিদের রক্তদানের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের কখনই ভুলব না। শিক্ষার্থীদের প্রাণ যারা কেরে নিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে- সে কথা অনেকেই ভুলে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি।
সামান্তা সারমিন আরও বলেন, নির্বাচনের সময়ে প্রার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট আদায় করেন; কিন্তু পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা এমন কাউকে ভোট দেবেন না। যাদের চেহারা আপনারা বছরে একবারও দেখেন না।
তিনি আরও বলেন, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে নাগরিক কমিটি দাঁড়াবে। যারা নতুন বাংলাদেশকে নষ্ট করতে আসবে তারা আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সালসহ জুলাই-আগস্টের শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় নাগরিক কমিটির নেতারা।
এছাড়াও বিকালে ভোলার চরফ্যাশনে নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সামান্তা সারমিন।