নিজস্ব প্রতিবেদক……
খুলনা মহানগরীতে সেফটির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ হারিয়েছেন দুজন নির্মাণ শ্রমিক। নিহতরা হচ্ছে- সাদ্দাম হোসেন (২৮) ও নাজির সরদার (২৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা শনিবার (৬ মে) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করেছে।
নগরীর খালিশপুর শিশু পার্ক সংলগ্ন ১৯ নম্বর সড়কে লাল হাসপাতাল মোড়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল-গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, সকালে তাইজুল ইসলামের বাড়িতে কাজে আসে ২জন শ্রমিক। তারা দুপুরে সেফটির ট্যাঙ্কের মধ্যে নেমে বিষাক্ত গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল-গিয়াস বলেন, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেফটির ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খুলতে সেখানে নামেন। এর কিছু পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়। তাদের সঙ্গে আরেকজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিহত শ্রমিকদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে হলেও উল্লেখ করেন তিনি।