ডেস্ক রিপোর্ট: কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় ‘স্বল্প মেয়াদে’ মার্কিন নাগরিকেরাও যন্ত্রণাও পোহাতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশ তিনটির ওপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক তিন নির্বাহী আদেশে সই করার পরদিন এ কথা বললেন তিনি।
শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। এ ছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
এ বাণিজ্যযুদ্ধের প্রভাবে মার্কিনরাও ভুগতে পারেন, এমন সতর্কবার্তা দিলেও ট্রাম্প অবশ্য বলেছেন, আজ সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপরও ‘অবশ্যই’ শুল্ক আরোপ করা হবে। তবে কবে থেকে তা করা হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলের (এনএফটিসি) সভাপতি জ্যাক কোলভিন বলেছেন, ট্রাম্পের পদক্ষেপে অ্যাভোকাডো থেকে শুরু করে অটোমোবাইল—সবকিছুর দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রতি দ্রুত একটা সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি।