আরব দেশ নিয়ে অনলাইনে কুৎসা প্রচারকারীদের প্রতি ইমরানের তীব্র নিন্দা

ezgif-6-e94e64d378-677f8fca6f572.jpg

ডেস্ক রিপোর্ট: আরব দেশগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  জেলবন্দি এই নেতা বলেছেন, এ ধরনের বিষয়বস্তু প্রচারকারী অ্যাকাউন্টগুলোর সঙ্গে নিজেকে দূরে রেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তার আইনজীবী ফয়সাল চৌধুরী।

ফয়সাল জানান, অনলাইনে কুৎসা প্রচারকারীদের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান খান।

ইমরান খান বলেছেন, তিনি আরব দেশগুলো, স্ত্রী বুশরা বিবি বা শহিদদের সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারকারী কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টকে সমর্থন করেন না।

সম্প্রতি ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সম্প্রতি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন যে, ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।  বুশরা বিবির এই বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে এবং পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান এবং আরব দেশগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ধরনের প্রোপাগান্ডা পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইমরান খান এই সম্পর্ক রক্ষা করতে এবং ভবিষ্যতে যে কোনো ধরনের কূটনৈতিক জটিলতা এড়াতে চান।

তবে আইনজীবির মাধ্যমে ইমরান জানিয়েছেন, এসব বক্তব্য প্রচারে জড়িত অ্যাকাউন্টগুলোর সঙ্গে পিটিআই বা তার কোনো সদস্যের কোনো সম্পর্ক নেই এবং তাদের কার্যকলাপ পিটিআই-এর অবস্থানকে প্রতিফলিত করে না।

ইমরানের এই আইনজীবী দাবি করেন, পিটিআইয়ের আলোচনাকারী কমিটিকে গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে, যা শান্তি আলোচনাকে ব্যাহত করার একটি চক্রান্ত হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও জানান , নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তদন্ত করার জন্য ইমরান খান কাজী আনোয়ারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন এবং এই কমিটি রোববারের মধ্যে তাদের প্রতিবেদন প্রস্তুত করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খান তার জেলের পরিস্থিতি নিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।  আদালত তাকে তার সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি, চিকিৎসা সুবিধা এবং বই পড়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Share this post

scroll to top