ডুমুরিয়ায় সেফটি ট্যাংকের মধ্য থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

images.jpg

ডেস্ক রিপোর্ট: খুলনা ডুমুরিয়া উপজেলার খরসংঘ গ্রামে একটি সেফটি ট্যাংকের মধ্য থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গৃহবধূ নাসিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাসিমা বেগম খরসংঘ গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শাহজাহান আলী বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিম বেগমের মরদেহ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি আরও বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছে।

Share this post

scroll to top