শেখ হারুনুর রশীদ পুনরায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

khulna-20221017153419.webp

নিজস্ব প্রতিবেদক…

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শেখ হারুনুর রশিদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হারুনুর রশীদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১০ কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top