প্রথম বিভাগ ক্রিকেট শুরু ৩০ জানুয়ারি

BCB-1-67985969c3864.jpg

ক্রীড়া ডেস্ক : ক্লাবগুলোর দাবির মুখে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে প্রথম বিভাগ লিগ শুরু হওয়া নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল তার অবসান হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে সোমবার ক্লাব কর্মকর্তারা আলোচনায় বসে প্রথম বিভাগ লিগ শুরুর তারিখ নির্ধারণ করেছে। ২০টি ক্লাব নিয়ে প্রথম বিভাগ শুরু হবে ৩০ জানুয়ারি।আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন হবে।

এর আগে লিগ শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। বিসিবি গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবনায় ক্লাবের পরিচালক কমানোয় লিগ বর্জন করে ক্লাব প্রতিনিধিরা। তবে এরই মধ্যে আবার গত বছর পারিশ্রমিক না পাওয়া অনেক ক্রিকেটার অভিযোগ তুলেছেন।

সোমবারের সভায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়েও আলোচনা হয়েছে। লিগ শুরুর সম্ভাব্য সময় মার্চের প্রথম সপ্তাহ। দলবদলের সম্ভাব্য সময় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, এবার লিগ হবে বিদেশি ক্রিকেটার ছাড়াই। এদিকে ক্লাব কর্মকর্তারা নতুন করে বিসিবিতে ক্লাবের পরিচালক সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ জন করার প্রস্তাব করেছেন।

Share this post

scroll to top