নারীর ফাঁদে পা, ব্যবসায়ী খোয়ালেন ১১ কোটি টাকা

96-67974b4237797.jpg

ডেস্ক রিপোর্ট: অনন্যা স্মিথ নামের একজন নারীর সঙ্গে হোয়াটঅ্যাপে কথা হচ্ছিল এক ব্যবসায়ীর। বেশ কিছুদিন কথা হওয়ার পর অনন্যাকে বিশ্বাস করতে শুরু করেন। একপর্যায়ে সেই নারীর কথামতো টাকাও বিনিয়োগ করেন। লাভও দেখেন মোটা অঙ্কের। কিন্ত ‍যখন টাকা তুলতে যাবেন, তখন দেখেন তার ১১ কোটি টাকার বিনিয়োগ হাওয়া। এরপরই ঘটনাটি জানান পুলিশকে।

ভয়াবহ এই সাইবার প্রতারণাটি হয়েছে ভারতের মুম্বাইয়ে। শহরের কোলাবার এলাকার ওই ব্যবসায়ীর অভিযোগ, কয়েকজন সাইবার প্রতারক মিলে ফোন করেন তাকে। নিজেদেরকে একটি বিনিয়োগ সংস্থার সদস্য হিসাবে পরিচয় দেন প্রতারকরা। শেয়ার মার্কেট এবং আর্থিক বিনিয়োগ সংক্রান্ত কথা বলেন। একপর্যায়ে অনন্যা নামের মেয়েটিও আসে।

প্রতারিত ব্যবসায়ী জানায়, প্রতারকরা তাদের কোম্পানিতে বিনিয়োগ করলে দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত পাওয়া যাবে বলে জানায়। ব্যবসায়ীকে এসময় অনন্যা হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠায় এবং বলে এখানে ট্রেডিং সম্পর্কিত সব পাওয়া যাবে। প্রায় একমাসে ২২ বারে মোট ১১ কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসায়ী। কিন্তু টাকা তুলতে গিয়েই পড়েন বিড়ম্বনায়।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তাৎক্ষণিক পুলিশের কাছে যান ওই ব্যবসায়ী। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দীনেশ দুলাপুরিয়া, রাজেশ করি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাকি দুই অভিযুক্ত রামকিশোর এবং মুক্তার সৈয়দের খোঁজ চলছে।

Share this post

scroll to top