তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

5847-677ca825ad225.jpg

ডেস্ক রিপোর্ট: চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত ও ১১ জন গুরুত্বর আহত হয়েছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর জানানো হয়।

প্রতিবেশী নেপাল, ভারত, এমনকি বাংলাদেশ থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

Share this post

scroll to top