লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

8544444-677de2bbc5b4b.jpg

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ২০ একর এলাকায় আগুন লাগলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বিস্তৃত হয়ে ১২০০ একর পর্যন্ত পৌঁছেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাস এবং শুষ্ক আবহাওয়া মিলিয়ে আগুন মুহূর্তেই আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ, জিম ম্যাকডোনেল, জানিয়েছেন যে, রাতে আগুন আরও তীব্র হতে পারে। তাই রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সড়কগুলোতে থাকা গাড়িগুলো সরিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে চেষ্টা করছে, তবে দাবানলের ভয়াবহতা কাটিয়ে ওঠা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share this post

scroll to top