সাবিনারা খেলবেন আমিরাতের বিপক্ষে!

Sabina-Khatun-679064009ac39.jpg

ক্রীড়া ডেস্ক : একের পর এক দেশ ‘না’ করে দিচ্ছিল। ফিফা উইন্ডোতে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সাফ জয়ের পর থেকে দলটা এখনও মাঠে নামেনি, শঙ্কা ছিল আরও বড় সময়ের জন্য তাদের অপেক্ষা বাড়ার।

ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না তাদের, ইতোমধ্যেই জানা হয়ে গিয়েছে। এবার মার্চ উইন্ডোতে নজর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

ফিফার এই উইন্ডোতে সাবিনাদের সঙ্গে খেলার জন্য আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতে সম্মতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

মার্চ উইন্ডো নয়দিনের-৩১ মার্চ থেকে ৮ এপ্রিল এই উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। জানা গেছে, আরব আমিরাতের সঙ্গে ম্যাচ হলেও একটি মাত্র উইন্ডোতে খেলতে হবে, অন্যটি আনঅফিশিয়াল।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছর ৩০ অক্টোবর নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর চেষ্টা করেও প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ দল ঠিক করতে পারেনি বাফুফে। এবার খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।

Share this post

scroll to top