ক্রীড়া ডেস্ক : প্লে-অফে নিজেদের ম্যাচের দিন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স। আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের নিয়ে প্লে-অফ বাধা টপকানোর চেষ্টা ছিল তাদের। তবে শেষপর্যন্ত এ পদক্ষেপ কাজে আসেনি। এলিমিনেটরে তাদের এককথায় ধসিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। বোলিংয়ে মিরাজ-নাসুমের ঘূর্ণি আর ব্যাটিংয়ে মোহাম্মদ নাঈমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল জয়ে পেয়েছে তারা। এতে ফাইনালের পথেও এক ধাপ এগিয়েছে মিরাজের দল।